ঘরের মাটিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যেখানে শিরোপা নির্ধারণী ফাইনালে নেপালের মেয়েদের ৩-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
দলগত পারফরম্যান্সের সঙ্গে ব্যক্তিগত ক্ষেত্রেও টুর্নামেন্ট সেরার মুকুট অর্জন করেছেন বাংলার মেয়েরা। বাংলাদেশের দুই খেলোয়াড় টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান তিনটি পুরস্কার নিজেদের করে নিয়েছেন।
এবারের সাফ টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। নেতৃত্বের সঙ্গে গোল করে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন শামসুন্নাহার।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন শামসুন্নাহার। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের দিনে ছিলেন স্কোরশূন্য। তবে ভুটানকে বিধ্বস্ত করার ম্যাচে করেছিলেন দুর্দান্ত হ্যাটট্রিক। আর আজ ফাইনালে করেছেন আরেকটি গোল।
এদিকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের গোলকিপার রূপণা চাকমা। পুরো টুর্নামেন্টে তিনি একাধিক সেভ করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন। এছাড়া ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান। তথ্য সূত্র আরটিভি নিউজ।