মার্কিন রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র বা সিডিসি’র সর্বশেষ অনুমিত হিসেব অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯’এ নতুন সংক্রমণের ঘটনার প্রায় ৬০ শতাংশের জন্য ওমিক্রনের এক্সবিবি.১.৫ উপধরন দায়ী।
সিডিসি বলছে যে, অনুমিত হিসেব অনুসারে দ্রুত ছড়িয়ে পড়া ধরনটি শনিবার পর্যন্ত সপ্তাহে দেশের মোট করোনাভাইরাস সংক্রমণের ৬১.৩ শতাংশের জন্য দায়ী।
এটি এর আগের সপ্তাহের সংখ্যা থেকে ১০ শতাংশের বেশি বৃদ্ধি।
যুক্তরাষ্ট্রে নিশ্চিত করা নতুন করোনাভাইরাস সংক্রমণের দৈনিক গড় সংখ্যা ছিল প্রায় ৪২ হাজার, যা টানা তৃতীয় সপ্তাহের হ্রাস।
মঙ্গলবার পর্যন্ত কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির গড় দৈনিক সংখ্যা ছিল প্রায় ৪ হাজার ২শ, যা এর আগের সপ্তাহের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।
অন্যদিকে, বুধবার পর্যন্ত মৃত্যুর গড় দৈনিক সংখ্যা ছিল প্রায় ৫৪০, যা এক্ষেত্রে পরপর দুই সপ্তাহের হ্রাসকে তুলে ধরছে।
উদ্ভূত পরিস্থিতিতে, সিডিসি জনসাধারণকে হালানাগাদকৃত বাইভ্যালেন্ট বা দুটি ধরনের ক্ষেত্রে কার্যকর বুস্টার টিকা গ্রহণের আহ্বান জানাচ্ছে কারণ এগুলো এক্সবিবি.১.৫ উপধরনের বিরুদ্ধেও সুরক্ষা প্রদানে সক্ষম। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।