Accused arrested.
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজলে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বশির হাওলাদার (৪৫) নামের এক জনকে আটক করেছে চরকাজল তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃত বশির উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডেের বাসিন্দা মৃত ফজলে করিম হাওলাদারের ছেলে। আজ মঙ্গলবার এ ঘটনায় গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ ইং) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় চরকাজল পুরাতন মঙ্গলবাড়িয়া বাজারের দক্ষিন পাশে এ ঘটনা ঘটে।
ভিকটিম শিশুর মা জানান, ঘটনার দিন তাদের ফার্নিচারের দোকান পরিবর্তন কাজে পরিবারের সবাই ব্যস্ত ছিল। সন্ধ্যার দিকে মেয়েকে না দেখতে পেয়ে আশেপাশে খোজাখুজি শুরু করে কিছুক্ষন পরে ভিকটিম বাসায় আসলে তার চেহারার পরিবর্তন দেখে জিজ্ঞেস করলে ঘটনাটি মাকে খুলে বলে ভিকটিম শিশু।
পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চরকাজল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোক্তার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বশিরকে আটক করেন।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, আজ মঙ্গলবার সকালে ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং অভিযুক্ত বশির কে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। - গোফরান পলাশ