
বাংলাদেশ জাতীয় দলের হয়ে অক্টোবরের ফিফা উইন্ডোতে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর দেশে ফিরেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলার হামজা চৌধুরী। এখন তিনি ক্লাব লেস্টার সিটির হয়ে ইংলিশ ফুটবলে ব্যস্ত সময় পার করবেন। তবে জাতীয় দলের হয়ে মাঠে নামার অভিজ্ঞতা নিয়ে গর্ব প্রকাশ করেছেন এই মিডফিল্ডার।
অক্টোবরের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে হংকং চায়নার বিপক্ষে। প্রথম ম্যাচে ঢাকায় ৪-৩ গোলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করে হাভিয়ের কাবরেরার দল। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট অর্জন করায় মূল পর্বের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের।
ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হামজা লিখেছেন, “যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছিলাম, সেভাবে ফল আসেনি। তবে বরাবরের মতোই বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত। এই সফরে ইতিবাচক অনেক কিছু পেলাম। ইনশাআল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।”
হামজার এই বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সমর্থকরা তাঁর প্রতিশ্রুতি ও নিবেদনকে সাধুবাদ জানাচ্ছেন। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, আর সেখানেই ফের দেখা যেতে পারে হামজা চৌধুরীকে জাতীয় দলের জার্সিতে। বাংলাদেশের হয়ে মাঠে নামা প্রতিটি ম্যাচেই তিনি দলের মনোবল বাড়িয়েছেন— এমনটাই বিশ্বাস সমর্থকদের।